সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভরসা নৌকা

Riya Patra | ০৯ জুন ২০২৪ ২২ : ৫৬Riya Patra


মিল্টন সেন,হুগলি: নূন্যতম বাস, অটো, টোটো ধরতে গেলেও প্রয়োজন নৌকার। ওখানে নেই রাস্তা ঘাট। বিদ্যুৎ, পানীয় জল, দোকানপাট বা বাজার নেই কোনও কিছুই। থাকবেই বা কি করে। ওটা তো গঙ্গার বুকে জেগে ওঠা একটা চর। তবু সেখানে বসবাস করছেন একাধিক পরিবার। দৈনন্দিন কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রসহ নানান প্রয়োজন সারতে বসবাসকারীদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। প্রয়োজন মেটাতে গঙ্গার জল ডিঙিয়ে তাঁদের আগে রাস্তায় পৌঁছতে হয়। এমনই নানাবিধ সমস্যা নিয়েই চড়ে বসবাস করছেন প্রায় বারোটি পরিবার। সকলেরই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। সকলেই ভোট দেন, পেয়ে থাকেন রেশন সহ যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধে। তাঁদের কাছে নেই বলতে শুধু বসবাস করার এক টুকরো জমি। তাই প্রায় দু দশকের বেশি সময় ধরে গঙ্গা বক্ষে জেগে ওঠা ওই চরে ধীরে ধীরে গড়ে উঠেছিল বসবাস। প্রথমে একটা দুটো পরিবার বসবাস শুরু করেছিল। পরে সেই সংখ্যা বাড়ে। থাকতে শুরু করে বেশ কয়েকটি পরিবার। মূলত বসবাসকারী সকলেই ছিলেন পেশায় দিনমজুর। তাই তাঁদের পরিবারের পড়াশোনা, চিকিৎসা ইত্যাদির জন্য রাস্তায় পৌঁছনো, সব কিছুই নির্ভরশীল ছিল নৌকায়। চড়ের আয়তন প্রায় ২৬ একর। ব্যান্ডেলের সাহাগঞ্জ এলাকায় গঙ্গার মাঝে গজিয়ে ওঠা এই চর ডানলপ চড় নামেই পরিচিত। দ্বীপে বসবাসকারী পরিবার সরকারি প্রকল্পের সুবিধে পান। কিন্তু আয়তনে ছোট এবং বন্যায় ঢুবে যাওয়ার কারণেই হয়তো দ্বীপের সার্বিক উন্নয়ন সম্ভব হয়নি। বহু দিন ধরেই এই চড়ে মানুষের বসবাস। আগে চড়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল শতাধিক। বর্তমানে অবস্থার পরিবর্তন ঘটেছে, অনেকেই অন্যত্র মাথা গোঁজার ঠাঁই খুঁজে চর ছেড়েছেন। বর্তমানে সেখানে বসবাসকারী পরিবারের সংখ্যা কমে ১২টিতে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে ওই চড়ে বসবাস করছেন রাজেন মাহাতো, পার্বতী মাহাতোরা। তাঁদের স্কুল, হাট বাজার, সমস্ত দরকারি কাজ করতে প্রায় ১৫ মিনিট নৌকা চেপে বাঁশবেড়িয়া পুরসভা এলাকার মূল রাস্তায় পৌঁছতে হয়। বন্যার সময় চড় জলে ডুবে যায়। তখন আবার অন্যত্র আশ্রয় নিতে হয়। জল নেমে যাওয়ার পর আবার ফিরে এসে বসবাস শুরু করেন। তবুও তাঁরা খুশি। কিন্তু আক্ষেপ একটাই বিদ্যুৎ নেই, গোটা চড়ের কোথাও আলো জ্বলে না। ফলে সন্ধে গড়ালেই ভরসা টর্চ বা হ্যারিকেন। তাঁদের নূন্যতম দাবি যদি বিদ্যুৎ এর ব্যাবস্থা হত, তাহলে কিছুটা হলেও স্বস্তি মিলতো। বাসিন্দাদের দাবি যুক্তিসঙ্গত, বলেছেন বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান আদিত্য নিয়োগী। তিনি বলেছেন পুরসভার তরফে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব সেটা করা হবে।
ছবি পার্থ রাহা।




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক 

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

সোশ্যাল মিডিয়া